এই শ্রাবণে তোমার সাথে ভেজার ইচ্ছে ছিল
ভগবানও দেখ কেমন বৃষ্টি ঠিকই দিলো-
কিন্তু তোমায় রেখে দিলো আমার থেকে দুরে৷
সেতার ছিল তার ছিলনা তাই বাজেনি সুরে৷
কি আর করা একা একাই আমায় ভিজতে হলো,
হয়তো তোমার মন ছিলোনা, ঠিক বলিনি? বলো৷
হয়তো তুমি আমার সাথে ভিজতে চাওনি সোনা,
হয়তোবা তাই ব্যার্থ আমার ইচ্ছের জাল বোনা৷
হয়তোবা কেউ তোমার মনে জাঁকরে বসে আছে৷
তার ইশারায় হয়তো তোমার মন ময়ুরি নাচে৷


আচ্ছা বাবা ভিজো তুমি যার সাথে মন চায়
তোমার জীবন-  বাঁচবে তুমি, কার কি আসে যায়৷
আবার যদি বৃষ্টি নামে ভিজবে শরীর একার
আমার থেকেও বৃষ্টি পাগল, জানেই না যে সে কার!