চাঁদকে যেমন ঢাকে মাঝে মাঝে মেঘের চাঁদোয়া
হতে পারি আমি তার সেরকম মেঘময়ী চুল?
হতে পারি..  হয়তোবা হতে পারি মেঘ, তবে জানো—


আমার যা সাধ শুধু সারাদিন ধরে ওকে ছোঁয়া,
জীবনতো ক্ষণিকের! ...একদিন সবই ভণ্ডুল..
একদিন দেখি আমি চিরুনির কাটাতে জরানো৷


আমি তার চোখ হতে পারি? অনুভুতি পারি পেতে..
সারাদিন সব ও যা দেখে? পারি ...তবে  সব নয়!
সে বড় কঠিন, তবে পসিবল্, রাত জেগে জেগে..


একটানা বহুদিন থেকে.. থেকে.. থেকে আড়িপেতে
ওর দেখা কোনো এক বিকেলের কোনো সপনয়
দুমিনিট পেতে পারি স্থান, ওর অচেনা আবেগে৷


আমি তার প্রেম হতে পারি? পারি.. শুধু অভিনয়ে..
অভিনয় শেষে আমি ওরকম বাড়ি ফিরি একা,
আমি তার.. আমি তার.. অভিনয়! জীবন তো নই৷


যদি সে কবিতা লেখে, আজীবন বাঁচে কবি হয়ে,
বড় জোর হতে পারি আমি তার কোনোকোনো লেখা,
পারি না কখনো হতে তার লেখা কবিতার বই৷