যখন যেতে ঘাটে কলসি কাঁখে
গোপ সখিরা থাকতো ঘিরে ঝাঁকে,
আমি তখন গরু চড়া ছেড়ে-


তোমার পিছন চলছি চুপে চুপে
মাতাল হয়ে অমন নেশা রূপে৷
দুলছে কোমর, প্রেমও দুলছে তেড়ে!


সবাই মিলে নামলে এবার ঘাটে-
সপারিষদ চাঁদ নামলো মাঠে,
মেঘের কাপড় নামিয়ে পারে রেখে


সুযোগ বুঝে কাপড় গুলো নিয়ে
সবার চোখে প্রেমের ধুলো দিয়ে,
কদম্ব গাছে, কে আমাকে দেখে!


মগডালেতে আরাম করে বসে,
বাঁশী বাজাই মন মজানো রসে,
দেখতে পেয়ে লজ্জিত তোমরাতো৷


মেঘ সরিয়ে যে চাঁদ নামে জলে
সে মেঘ আমি চুরি করে ছলে,
চাওনা যতই ফেরত দেবো নাতো৷


আচ্ছা আচ্ছা কাপড় দিতে পারি
ফেরত দেবো গোপিনীদের শাড়ি,
চাঁদকে বলো আসুক উঠে পারে৷


মেঘের কাপড় থাকবে না তার গায়ে
বুক ভরা জল আসবে নেমে পায়ে,
দুচোখ ভরে দেখবো খালি তারে