একটা সোনালী সন্ধা
একটা সোনার তারা
গুচ্ছ রজনীগন্ধা
এ মন আত্মহারা৷


সন্ধা গড়িয়ে রাত্রি
আলাপ চলছে তখনো
পৃথিবী নিঝুম যাত্রি
ঘুমোতে যাবে কখন, ও!


এখনো সন্ধা আসে
এখনো রাত্রি হয়
এখনো ওই আকাশে
তুমি আছো নিশ্চয়৷


মুখ ঢেকে রাখ তুমি
মেঘের আড়ালে তারা
হৃদয় না মরুভূমি,
ডেকে ডেকে দিশেহারা!


বর্ষা এখন পলকে
ওই আকাশের মত
থেকে থেকে ছল-ছলকে
জল ঢালে অবিরত৷


Good morning frndz...
wish all  the clouds of sadness be  gone and your own star talk to you back again....