কেমনে বোঝাই দিল্ টাকে
প্রাণে যে কোকিল ডাকে
সে আমার মন না বুঝেই
অমন করে গেল কেন?
ভাবছি এখন করবো কি,
প্রেম না পেয়ে মরবো কি!
একটা বুদ্ধি মাথায় এল
মরদেহ প্রাণ পেল যেন৷


প্রানের বন্ধু সুরেশ আছে
বিশাল কবি..
গেলাম চলে ওরই কাছে
শুনলো সবই
কবিতা নয় গদ্যে বোঝাই
মোদ্দা ছবি
-"নস্যি এসব আমার কাছে
শান্ত হবি!"


শান্ত হলাম -"বল  শুনি
তুই এখন কি প্ল্যান দিবি"
বন্ধু বলে- "টুনটুনি,
কোকিল, টিয়া ক্যান নিবি?
একটা ভালো ময়না আছে
ওই যে বাসা জারুল গাছে
ধরে দেব ?খাঁচায় পুরে রাখ"
-"না ভাই আমার বুকের খাঁচা
কোকিলই চায়  আমায় বাঁচা,
ওসব পাখি যেমন আছে থাক৷"


ব্যাপার এবার বুঝল সুরেশ-
বলল -"আচ্ছা ঠিক আছে বেশ...
ওদের কাছে আমি যাবো
অচিন টাকে পোষ মানাবো
কোকিল যখন আসবে কাছে
ওকে তখন সব জানাবো৷
প্রাণ পাখি তোর আনবো ধরে
রাখিস ওকে খাঁচায় ভরে
এখন একটু ধৈর্য্য ধরে
থাক৷"
বিদায় নিয়ে গেল সুরেশ
মনটা এবার আনন্দে বেশ
দুঃখ এবার হয়তোবা শেষ,
যাক!
এবার থেকে সুখের কাব্য
লিখবো ছাপবো লিখবো ছাপবো
লিখবো ছাপবো লিখবো ছাপবো...


দিন গেল রাত্রি গেল
পক্ষ গেল মাস গেল-
শান্তিতে মন পদ্য ভাবার,
লেখার অবকাশ পেল৷
কই.. কবিতা আসলো নাতো
না বন্ধু না কোকিল ও
আসার কথা সবার ছিল
সবাই কি ফাঁকি দিলো??


........................................,....
Good morning friends.
such a incidence have really been happened in my life.. I only have tried to say the story by this poem.. this is 2nd part of the poem.. It is highly inspired by Joy goswamis poem "megh balikar jonno rupkotha"
please share your views wheather you like or dislike. Thanks for reading.