ঘুরতে বছর বন্ধু এল
একাই এল ,কেউ না আর,
মনে আমার প্রশ্ন সাগর-
নোনতা জলের ঢেউ হাজার৷


"পাখি এখন আমার খাঁচায়৷"
সুরেশ বলে মুচকি হেসে
"পোষ মেনেছে, আমাকে চায়
আমিই ফেঁসে গেলাম শেষে৷
তুই ছেড়েদে আমারি হোক
আমায় যখন চায় এতই
করবি কি আর করিস না শোক
হবেনা তোর চাস যতই৷"


দুঃখ বেড়ে দ্বিগুণ হলো
এদের বন্ধু বলা যায়?
সামনে বলে মিস্টি কথা
পেছনে ছুরি চালায়!


সহজেই হারিনা ভাই
দেখবো এবার আমিও
জীবনেতে যাকিছু চাই
সবার চেয়ে দামি   ও৷
যাবি কোথায় চুরি করে
আমার সীতা তুই রাবণ?
বাজি আছে পেতে ফিরে
আমার মরন
আমার জীবন!