সকাল থেকে রাঁধছি খেটে মেটে
আমার রান্না চেখে দেখছ তুমি
আমার রাঁধা যদি না নাও মুখে
তোমারটাতে আমিও বষ্টুমী৷


সবার ঘরে সবার নিমন্ত্রনে
একটা বার সবাই ঘুরে আসি
খাদ্য খাবার যাই রাঁধনা কেন
কেউ খাবেনা পচবে, হবে বাসি৷


লবন ছাড়া রেঁধে রেখো তুমি
আর সবার ঘরে একবারটি গিয়ে
বলো আহাঃ কি সুস্বাদু রান্না!
রেঁধেছ কি বাটা মশলা দিয়ে?


দেখো সবাই হামলে পড়বে তোমার
ঘরে৷ বলবে খাসা রেঁধেছ মাইরি!
তোমার রান্না শ্রেষ্ঠ রান্না তখন
আরো যদি হও পায়রা না হয়ে পায়রি-


সকাল বিকেল পাত পেরে খাবে
দু'শ লোক৷ ব্যাচের পর ব্যাচ বসবে কিচেনে
যদি না পার কি আর করা যাবে
তোমাকে তখন তুমি ছাড়া আর কে চেনে?