মুখে দাড়ি, পাকানো চুল
গেরুয়া জামায় ভেক্ ধরে,
বাউণ্ডুলে বাউল সেজে
নিজেকে আজ ফেক্ করে৷
পাগড়ী মাথায় একতারাতে,
সকাল বিকেল রাত বিরাতে,
বনবাসী হয়ে বাঁচি...
পাওয়ার আশায়৷


কোথায় আমার মনপাখি!
ডেকেছি, এখনো ডাকি,
শুনছ, তবু শুনছ না যে!
ব্যাস্ত কি খুব অন্য কাজে?
কবে তোমার সময় হবে?
শুনবে আমার বিষয় কবে?
কবে আমায় নিয়ে যাবে
তোমার বাসায়?