তানপুরাটা ঘরের কোনে
তার ছেঁড়া,
টায়ার ফাটা সাইকেলটার
ঘাড় ট্যারা৷
ঘরের মেঝে তাক্লামকান
কিংবা থর৷
আরশোলাদের চলন যেন
আপনা ঘর৷
পিঁপড়ে গুলো মিটিং মিছিল
বই তাকে,
জীর্ন বইয়ের ছিন্ন পাতা
ওই ফাঁকে৷
টেবিলটাতে লুটিয়ে আছে
নীল খাতা,
জং পড়েছে পাঞ্জাবীটায়
ফুল হাতা৷
খুব সাধনার পাণ্ডূলিপি
পাশ ব্যাগে,
শীর্ণ কুকুর অনাদরে
জাস্ট জেগে৷
সিলিং দিয়ে বিড়াল হাঁটে
ঝুল মাথা,
ফুলের বাগান শুকিয়ে কাঠ
ফুল কোথা!
হলদে পাতা মরতে বসা
লাউ গাছে,
আসল না থাক আগাছাদের
ফাউ আছে৷
আত্মা কোথাও শান্তিতে আজ
আশমানে-
নিথর কবি  পাথর চাপা
বাঁশবনে৷৷