রাত দুপুরে তোমার সাথে
হন্নে হয়ে ছুটছি আমি
জাহান্নামে যাচ্ছি কি আজ
না জন্নতে, অন্য কোথাও? কি মনে হয়?
আঁকড়ে থেকো কোমর ধরে,
অনেক জোরে ছুটতে হবে-
অনেকটা দূর যাবার আছে,
হয়তোবা কোন্ নীহারিকায়,
আলোকবর্ষ দূরে কোথায়,
যেখানে প্রাণ ছাপ ফেলেনি৷
আমরা মিলে ফুল ফোটাবো,
প্রাণ জাগাবো, গান শোনাবো ঘুম পারানী৷
এদন জুরে শান্তিপুরীর
আমরা দুজন রাজা রাণী,
ভালোয় মোরা দেশটা হবে
ভালোবাসার তল পাবোনা ৷
আমরা আদম ইভের মতো
জ্ঞানবৃক্ষের ফল খাবোনা৷