আমার এখন খেয়ে দেয়ে কোনো কাজ নেই৷
ডেকেছিলাম তুমিতো ভীষণ ব্যাস্ত৷
অবিচল মুখে তুমি হেঁটে যাও আস্তেই,
আমি ছুটে মরি অকাজে হেস্তনেস্ত!


অকাজটা খুব পরিশ্র্রমের জানো জান?
দুপায়ে লুটিয়ে কাঁদে ঘাম, একাকিত্ব,
বোঝাতে যাওয়াটা আরো বোঝা যেন৷ প্রাণ
উপায় দেখিয়ে বলে থাম... প্রায়শ্চিত্ত!


ঘুমিয়েও যেন বেড়ে যায় খুব ক্লান্তি,
বসে থেকে থেকে শরীরে পারদ চড়ে যায়,
ওটুকু জলেই মন চায় ডুব শান্তি..
টাবটাও ভাবে কবে যে আপদ মরে যায়!


কালকে সিওর হবে আজকের শেষতো,
পরশুদিনে হয়তোবা আমি আজ নেই!
ডাকবোনা আর তুমিতো ভীষন ব্যাস্ত,
আমার তখন নাখেয়েও কোনো কাজ নেই..