আজকে আবার ফুলছে এ বুক, গর্বে নয়!
বুকেতে ভ্রূণ বাড়ছে যেটা— গর্ভে নয়৷
জমা রেখে আসি ফরেন লকারটায়,
রাজভোগ আর সোনার পাতের পকারটাও৷
কত দিন আর কষ্ট পাবে ভ্রূণ হয়ে..
আয়েশ করে বাঁচবে খোকা ঘুন হয়ে৷
ঘুনটা যখন দানব হবে এর পরে,
যত্ন করে আনবো তখন বের করে৷
পথে যখন উড়বে সোনার স্বর্ণ রথ,
মানুষ কুকুর বাছবে তখন অন্য পথ৷
কুকুর গুলোর সাথে কিআর রিস্তে হয়
রথের চাকা উড়তে লাগে, পিষতে নয়!