আজ কেন ভুল হবে হয়নি যা কোনোদিন আগে
কাটাছেঁড়া করি চল, ভাগ করি ভুল তিন ভাগে৷
কার ভাগে কত জল, কার ভাগে কত কম মাটি,
কার ভাগে শুধু শাঁস, কার ভাগে খোসা আর আটি৷


সম্ভাবনা- ১


চিঠিতো লিখেছ তুমি, বেঁধেওছ পায়রার পায়৷
পায়রা রাখেনি কথা.. নিয়ে গেছে ভুল ঠিকানায়৷


সম্ভাবনা-২


এমনতো হতে পারে, সবকিছু ঠিকি ছিল, খালি
ঠিকানা যা পেয়েছিলে, সবেধন, সেটা ছিল জালি৷


সম্ভাবনা-৩


ঠিকানাও ঠিক হলে, পায়রাও ঠিক যদি থাকে,
যার নামে লেখা ছিল চিঠিটাও খুঁজে পেলে তাকে
আর কি বলার থাকে, সব ভুল আমার এমনে
বাস্তবে কিছু নেই, স্বপ্ন, যা দেখেছি গোপনে৷