নীল পাখিটার নাম অজানা
কিশোর বেলায় পাখির মেলায়
দেখার পরে আর দেখিনি৷


চোদ্দ বছর আসলো গেল পাখির মেলা,
কত্ত আশায় তাকিয়ে থাকি, যাই প্রতিবার
কোথায় সে আর..


দেশবিদেশের লক্ষ পাখি
লালচে, সাদা, হলুদ, আগুন,
লম্বা ঠোটের, মাথায় ঝুটি,
বিশাল ডানার.. কত্ত আছে
হাজার রকম...
সেই খালি নেই৷


সেই খালি নেই, যার সূচালো
ঠোটদুটোতে
গোলাপ কলির সুবাস ছড়ায়
যার দুচোখে অমনিশা রং বেটে দেয়
সেই খালি নেই..
সেই খালি নেই
যার পালকে সমুদ্র নীল,
ঢেউ গুলোতে দুধেল ফেনা
যেমন আমি ভীষন চেনা এমন করে তাকাচ্ছিল..


আজকে যখন একলা লাগে,
দুঃখ পেলে, মন খারাপ হয়,
হাতরে বেড়াই তার ছবিটাই
নীল পাখিটা তখন যেন
ফুরুত ওড়ে মন বাগানে৷