দুটো পাশ ঘেঁষা বারান্দা
মুখোমুখি দুটো ঘর..
একটা আমার
আরেকটা তোর,


কেমন?


আলাদা জীবন আলাদা যাপন
নয় আত্মীয় বা আপন
কিছুই না সেরকম
সবচেয়ে বেশী যা যা হওয়া যায়..


যত হলে দুটো ঘর এক হয়
যত হলে দুটো কর  এক হয়
তেমন ভাবিনা
জানিতো দিবিনা


শুধু এটুকুতো দিস আর
ভরসা রাখিস—
আর..
দিনে একবার
গ্রীলটাতে হাত রেখে দাঁড়াবি..


যেন
চোখে চোখে অকপট হওয়া যায়
মনে মনে তোর ঠোট ছোঁয়া যায়...