গরু ছাগল কুকুর বিড়াল
হাঁস মুরগি ফিঙে শালিক
সব আমাদের যৌথ খামার
আমরা ক'জন সবার মালিক৷


অবলাদের রক্ত চুষি
মটকা হাড়ে কামড় বসাই
দৈত্য তো না, অসুরও না
শকুনও না... আরে মশাই


এদের চেয়ে হিংস্র এবং
অনেক বেশি শক্তিশালী৷
অবলারা শক্তিদাতা,
আমরা ক'জন তাদের মালিক৷


তেমন কি আর শক্তি দেবে!
নিজেরাই তো ঠকঠকিয়ে
কাঁপতে থাকে রাত্রি দিনে৷
এদের ঘোলা রক্ত দিয়ে


কি আর হবে৷ চামড়া এদের
হাজার ছেঁড়া, জোড়াতালির
এদের জীবন.. সেলাই করা..
আমরা তো ডোম এদের মালিক৷


এদের খেলে পুষ্টি কোথায়!
স্বাস্থ্য কোথায় এগোচ্ছে আর..
শুঁটকি খেয়ে কাজ না হলে
হাই প্রোটিনের খুবই দরকার৷


সকাল বিকেল ইচ্ছে মতো
একটা দুটো ঘুষের ফালি,
নিয়ম করে খাচ্ছি এখন
আমরা যারা খামার মালিক৷