পশ্চিমাটা মারলে উঁকি
গ্রীলটাতে হাত, তোর জানালায়,


রোজ যেভাবে জাগিস..কেবল
একটু বেশি লালচে আভায়৷


রাত গুটিয়ে খোপায় বেঁধে
আলতো করে চোখ দুটো খোল


ভোর হয়ে যাক, দেখবি আমি
দাঁড়িয়ে, হাতে একমুঠো দোল৷


একমুঠো এই আমার খুশি
সারা জীবন জমিয়ে রাখা


যেমন জমায় বছর ধরে
বসন্তকে শিমুল শাখা..


ইচ্ছে করে সবমেখে দিই
লালকে আরো রাঙাই লালে


সংক্রমনের রং লেগে যাক
এ ঠোঁট থেকে তোর দু'গালে৷