দিব্যি জীবন, ঘর জিয়োনো শোল মাছের৷
আমারটাকে? না.. শালাকে পাচ্ছি না,,
হাড়ির ভেতর  যাপন ধোওয়া ঝোল আছে
'চুপ.. খেয়ে নাও', খেতেই পারি.. খাচ্ছি না!


সময় হলে খাটাল পারার অফিসটায়
ডজন ডজন  অ্যাপ্লিকেশন ভোট চেয়ে,
আমি আবার দাতার দাদু হরিশ চাঁদ..
সব দিয়ে দিই একটা দুটো নোট খেয়ে৷


রাতের আকাশ উদাস উদাস, চাঁদ দেখা,
চাঁদ আর কোথায়..হাজার দেড়েক চাঁদের 'পিক'
মুচকি হাসে, হাই বলে আর হাত দেখায়..
যাকগে.. সেটা যাদের খুশি তাদের দিক৷


ইচ্ছে হলে মাইক্রো ওয়েভ বার্তা দিই,
চাঁদের বোধয় রূপ তো আছে প্রাণটা নেই
জানলা খুলি.. ইথারে.. আপতকালীন,
মাথার আসার আশায় আশায় কান টানি!


এমন করেই দিন চলে যায় রকেটটায়,
এমন করেই রাত্রে আসে ইউ এফ ও,
এমন ভাবে ছেঁড়া আমার পকেট টা
বাবুর মতো যখন খুশি চুলকোবো...