আমার দুফোঁটা কালি তুমি রেখে দাও জলঢাকা
তোমার ক্ষমতা আছে সব কিছু ডুবিয়ে দেবার
তোমার এ ধার ঘেঁষে রাস্তাটা সুনসান ফাঁকা
দূরের আকাশ থেকে ঘন ঘন টর্চ মারে কে বা!


আমার তালাশ করে একঝাঁক যক্ষের পেয়াদা
আমার সূঁচালো পেন কেড়ে নিয়ে আমারি গলাতে..
এ আমার পান্ডুলিপি, হাবিজাবি লেখা, কিছু সাদা,
আমাকে গেলাবে৷.. শিক্ষা.. ঠিকঠাক খাদান চালাতে৷


এ ক'দিন জমা রাখো আমার এ দুই ফোঁটা কালি
হাজার বছর পরে সভ্যতা খুঁড়তে এলে আমি
আজতো হজম হব, এই টুকু রয়ে যাবো খালি
তাদের বিষ্ঠার থেকে উঁকি দেবো আমার আগামী,


রাজার সামনে এলে জালেঢাকা আবরন খুলে
সেদিন কালিটা দিও, লেপে দেবো যক্ষের মূলে৷
                                               ....সাগর রায়৷