আমির সমুদ্র৷ দেখ, অগনিত আমি সাঁতরাই৷
তুমি দারুব্রহ্ম.. কাঠের পুতুল, আগাপাশতলা


নামাবলী গায়ে, ফুলমোড়া, ঠুটো, পুরো মাপা মাত্রা৷
আমিই প্রনাম করি, দড়ি টানি, ছুড়ে মারি কলা৷


বড় ভূলো মন, মনেই পড়েনা মৎসাবতার!
উপত্যকা.. তোমার পুতুলে যদিও পাথর দাগি,


বন্যার দিনে নৌকায় নিয়ে ফের করে দিও পার
অনিবার্য কারনবশত মুলতুবি ভাগাভাগি!