অনেক তারার কক্ষপথে ঘুরি
তারার সাথে উঠি বসি চা খাই
মাঝে মধ্যে চায়ের সাথে ঝুরি..
পুলকিত! আতেল ভাবে তাকাই!


দুরবীনে রোজ তারার ছবি তুলি,
আমার বাবা এইটুকুনই অকাত!
ক্রেডিট বোধয় আমারি রং-তুলির
তোমায় গড়ার.., জ্বলজ্বলে তারকা৷


ছোট শহর ছায়াপথের ভেতর..
যখন তাকে কেউ দেখেনি, আমি
দেখেছিলাম, সম্ভাবনা, এত
উচ্চাভিলাষ দুচোখে আগামীর..


সাধ্যমতো আমার তিনটে চোখে
তোমার হয়ে স্বপ্ন দেখে দিতেম
কাটা হল ঝলমলে আলোকে
সাফল্য আর ভালোবাসার ফিতে৷


সাফল্য.. তার ফিতের পরে সিঁড়ি,
উত্তরণের কার্পেটে স্বাগত,
নিচে দেখ ভালোবাসার ছিরি!
ভালোবাসার ফিতের নিচে ক্ষত৷


স্বপ্ন তুমিই মনুষ্যতর তারা
বাস্তবিত স্বপ্নগুলো দেখ
দুঃস্বপনে পুড়লো কে বা কারা
তাতে কিছুই যায় আসেনা এখন৷


অকাত ছোট, আমি ফটোগ্রাফার,
ভাত ছড়ালে আমার মতো অঢেল..
আপনি আমার নায়িকা না আপা—
জাস্ট এনাদার প্রফেশনাল মডেল৷