আগের বারের প্রতিমাটা পুরোনো হচ্ছিল
তাই আমাকে বানাতে প্রায় সবারি মত ছিল৷
এ পারাতে একটানা হয় পাঁচ বছরের পুজো,
বুঝবে তুমি ঠিকি, যদি রাজনীতি না বোঝ৷


লক্ষ্মী, কালি শিব আবার কখনো বা মাশান,
পাঁচ বছরের পুজোর পরে পুরান ঠাকুর ভাসান,
নতুন কাউকে এনে বসাও, শুরু কর বোধন,
মাঝের সময় ঠিক না গেলে অরণ্যতে রোদন!


ঘাটতি ছিলই সবসময়ই পাওয়া এবং চাওয়ার,
কমই ছিল প্রাক্তনীদের আশির্বাদের পাওয়ার,
হয়তো আমার ত্রিনয়নে আগুন দেখেছিল,
আমার দশটা হাতে সবাই ভরসা রেখেছিল৷


মুর্তি গড়া হল আমার বাঁশ কাদা আর খড়ে,
অনেক আশার বাতি জেলে মন্দিরে আর ঘরে,
অনেক সমারোহে আমি এদের পাড়ায় এলাম,
আমার সাথে এল আমার কয়েক ডজন চ্যালা


পাল্টে যাবে সময় এবার যা কিছু ঘটছিল,
সত্যি, আমায় আনতে এদের সবারি মত ছিল!


(ক্রমশঃ)