কোন সে পথে পুরোনো দিন গুলি
আটকে থাকে, আমরা শুধু এগোই
শরীরটা বয় পথের কিছু ধূলি
তাদের তুমি স্মৃতি নামেই ডেকো৷


স্মৃতির পোশাক, ধূলির পোশাক ঝেড়ো
বলো, এবার নতুন পাঁজি টানাই
বয়স হলে রঙ্গিন স্মৃতি দেরও
রং ফিকে হয়৷ রং এর সেটা জানাই৷


যেমন আমার বয়স হল ত্বকে,
চুলে, গোঁফে, দাড়িতে পোশাকে৷
কলপ করি৷ লুকোই বুড়োত্ব কে৷
যেমন করে শাক দিয়ে মাছ ঢাকে৷


তুমি চিরহরিত, চির সবুজ
সময় যেন থমকে দেখে তোমায়
বিকেল গড়ায়, সন্ধা নামে তবু
বয়সটা সেই আটকে থাকে, কোমায়