মনের কথা মনেই থাকে বলিনা এমনিতে,
ইচ্ছে করে তোমাকে রোজ একশ গোলাপ দিতে,
একশ বছর ধরে৷


হাসতে পারো শুনে, লোকে ভাবতে পারে ন্যাকা..
হৃদয় বলে, "মনের গোলাপ বুকটা চিরে দেখা"
দেখাই কেমন করে!


ভালোবাসা অনেক সহজ, সঙ্গে থাকাও সোজাই,
মন বোঝানোই কঠিন লাগে, কেমন করে বোঝাই
বুঝবে তুমি কবে?


যাদের মুখে ফুলফোটে খই, হয়তো পারে তারা,
অনেক কিছু ভেবেছি৷ আজ একটা গোলাপ চারা,
এই লাগালাম টবে৷


ভালোবাসার স্পর্শ দিলাম, ডাল পাতা আর শেকড়,
এবর্তমান অতীত হলে একটু ওকে দেখো,
একটু জল আর গোবর...


আমার মত সেও ভালোবাসবে মনে মনে,
আমার দুহাত খালি, তবে ও ফুল দেবে অনেক৷
পরের জন্মে আমি তোমার গোলাপ চারা হব৷