ক্লান্ত মেয়ের শরীর জুরে থমকে থাকা ঘুম
আটকে রাখা ঘুমও যেন শীতের দিনের পাইন
আটকে থাকা চলে? এখন উৎপাদি মরসুম
শক্তি জমা রেখ আবার ঘোরাতে টারবাইন৷



একটা সময় ছিল যখন গ্রীষ্ম বর্ষা শীত
সারা বছর একটা ঋতুই থাকতো তা ফাল্গুন
আসতো ছুটে মেয়ে বাঁশী বাজালে রঙ্গীত
আমরা তখন জানিনি ওর উৎপাদনী গুণ৷


পাহাড় ভেঙ্গে নামতো মেয়ে চলনে খরবেগ
দুইপাশে দুই পাহাড়ে তার ওরনা বিস্তার,
একটু এদিক ওদিক হলে পিছলে পরবে
ওসব তখন খেয়ালে নেই কিশোরি তিস্তার৷



এরপরে কি হল আকাশ ঢাকলো কালো মেঘ
বিদ্যে ভেবে আমরা মাথায় চাপিয়ে নিলাম ভূত
শিকল দিয়ে মেয়ের পায়ে আটকে গতিবেগ
ব্যাবসা শুরু হল,  মানুষ বানালো বিদ্যুৎ!


আটকানো জল— প্রতিফলন— গর্ভবতির পেট
দুধেল সাদা না, জল এখন সবুজাভ নীল
ইচ্ছে মতন গর্ভপাতের জন্যে স্লুইস গেট,
এরসাথে কি তুলনা হয়! সেভেন্টি টু পিল?



ভাবি.. দেখে অস্তাচলের সূর্য মাখা চোখ
স্বার্থ ভূলে আজকে ওকে দিয়ে দিই নিস্তার
গরাদ ভাঙ্গি আজকে আবার নতুন কিছু হোক
পুনঃজনম করাই আবার সাবেকি তিস্তার৷