....................নিমগাছী, ধুনট, বগু.........
সবুজ উদ্গম যেন হাসি রাশি, মরিচের নাম “পত্তে”
সরিষার ফুল তবু বলি ভুল, নাম বলি তারে “মালের ফুল”
রবিবারটি হয়েছে “অবি” টমেটোর নাম “আমবাগুন”
ফাল্গুন মাসটি হয়েছে “ফাগুন” উষ্ণ হতে “উসুম”
ডিমের নামটি হয়ে গেল “আন্ডা” মাঝখানটা কুসুম
জমি যেন মোদের “ভি” হয়ে গেল, আমি হয়ে গেলাম “হামী”
নিমগাছী সেই নিমগাছী রইলো, মিষ্টি হল “মিটে”
মাঠ ঘাট নদী ঠিক আছে তবে রাস্তা হয়েছে “আস্তা”
“আ”-টি হয়ে গেল “হ”-আর “র”-হয়েছে “অ”
ভাবলো কি তারা যেমন তেমন তাতে কি আসে যায়
তবুও তৃপ্ত নয় মোরা ক্ষিপ্ত, নিমগাছীর সব বুলি
এ যেন মধুর মায়ের ভাষা, গায়ে মেখেছে ধুলি
ধুনটের মাটি সে যেন খাটি শ্যামবর্ণ ক্ষেত্র
ধান পাট আলু ফলন হয় ভাল, দেখতে লাগে বেশ


লেখক পরিচয়:
স্যাম্পল এবং ক্যাড সেকশন প্রধান
এইচ,ডি,এফ এ্যাপারেল্স লিঃ
জৈনাবাজার,তেলিহাতী,শ্রীপুর,গাজীপুর ।