.................নিমগাছী, ধুনট, বগুড়া...............
আদরে আদরে হয়ে যায় বাদর
তবু যেন কমে না গুরুত্ব কদর
খেতে কইলে পালায় ব্যস্ততার ছলে
পড়তে কইলে পালায় খেলার ছলে
লিখতে কইলে হাজির মাথাব্যথা শুরু
মুখস্ততে আবির্ভূত খুশখুশে কাশি
বস্ত্র পরিধানে, তাকায় আকাবাকা
পকেট উল্টিয়ে বলে, এই যে ফাকা।
মায়ের মিষ্টি হাসি, যেন রাশি রাশি
টাকা নিয়ে দৌড় দেয়, বলে মা আসি।
বৃক্ষের নিচে এসে জোরে মারে ঢিল
ঝরঝর করে পরে, পাতা আর কুল।
এক্কা দুক্কা নিয়ে জোরে দেয় দৌড়
বাড়ীর ভিতরের আওয়াজ ধর ধর ধর
তবু যেন কমে না গুরুত্ব কদর
আদরে আদরে হয়ে যায় বাদর


লেখক পরিচয়:
স্যাম্পল এবং ক্যাড সেকশন প্রধান
এইচ,ডি,এফ এ্যাপারেল্স লিঃ
জৈনাবাজার,তেলিহাতী,শ্রীপুর,গাজীপুর ।