..................নিমগাছী, ধুনট, বগুড়া............
যখন জোয়ান কর্ম ব্যস্ততা সম্মানের ফুল ঝুড়ি
তখন রক্ত টগবগে গরম সব কিছুতেই রাজি।
যখন তারূণ্য সমীহের জোয়ার ধড়াচূড়া সমাহার
তখন চাহনি দর্পণ নীরে দেখে অতি বারে বার।
যখন বয়স দ্রুতগামী অতি, চলে এইপাড় ওইপাড়
তখন পেশী দৃঢ় শক্তিধর ঘৰ্মাক্ত অঙ্গ কৌপ।
যখন জোয়ান দুরূহ কার্য সহনসাধ্য জয়
তখন কষ্ট দুর্দশা ক্লেশ, সব হয়ে যায় ক্ষয়।
শৈশব, কৈশোর,বাল্যকাল যেন, ছিল অতিমধুর
ভুলে যাওয়া যায়না খেলা, গোল্লাছুট আর দৌড়।
যত আকাল হয় বৃদ্ধ কাল, ঘৃণা, গ্লানি, অপমান
তাদেরও ছিল শৈশব, কৈশোর,জোয়ান মান্যকাল।



মূল ভাবনা:
ছোটবেলার আনন্দময় দিন কেউ ভুলতে পারেনা আমাদের সমাজে বৃদ্ধকালে অনেক কষ্ট অপমান সইতে দেখা যায়। আমার “মান্যকাল” কাব্যতে মূল ভাবনা যুবক বয়সে অনেক কঠিন কাজ শরীরের জোরে,মনের জোরে করা সম্ভব হয়। সম্মান অর্জন অতি সহজ করে দেয় যদি থাকে সৎ ইচ্ছা।
বৃদ্ধদের সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব ভুলে যাওয়া উচিৎ নয় আমরাও বৃদ্ধ হতে চলেছি ।


লেখক পরিচয়:
স্যাম্পল এবং ক্যাড সেকশন প্রধান
এইচ,ডি,এফ এ্যাপারেল্স লিঃ
জৈনাবাজার,তেলিহাতী,শ্রীপুর,গাজীপুর ।
https://www.facebook.com/groups/1249253151814644/