কাঁটার আঘাত যত দাও,
সবই মুখ বুজে সই ।
যেখানেই যাই যত দূর,
সারাক্ষণ তোমাতেই রই ।
হৃদয়ে তোমারই ছবি,
পৃথিবীতে তুমি সবি
জেনে রেখ তুমি ছাড়া আর,
আমি আর নই কারও নই  ।


মাঝরাতে ঘুম ভেঙে গেলে,
তোমাকেই পাশে খুঁজি, কই ?
তুমি চাইলেই অবিরাম বৃষ্টি
কখনও বা নীল আকাশ হই ।
হৃদে ভালবাসা ভরা,
তুমি শুধু; তুমিই ধরা
তোমাকেই নিয়ে সব, কবিতার বই ।


তুমি  একবার যদি চাও,
দিতে প্রস্তুত -সাগর পাড়ি অথৈ ।
পাহাড়ের চূড়াতে উঠে যাই,
জীবন হাতের মুঠে লই।
তবু কেন দু:খ দিলে
স্বপ্নটা কেড়ে নিলে  
বিশাল গাছের বুকে তুলে
অবশেষে কেড়ে নিলে মই  ।


২৫.০৮.১৬
ঢাকা