যে ছেলেটা ডাস্টবিনে তে খাবার খোঁজে রোজ,
আপন ব্যথায় কাঁদছি যারা, নিচ্ছি কি তার খোঁজ ?


ওরা যখন ক্ষুধার জ্বালায় -
বোধটা মোদের কোথায় পালায় ?


আয়েশ করে আমরা তখন - করছি ভুরিভোজ ।


যে ছেলেটা পথের বুকে,  দিব্যি কাটায় রাত,
ভাববো কেন তাহার কথা ?  আমরা উঁচু জাত ।


চাওয়াই ওদের একমুঠো ভাত -
রাত্রিবেলায় - স্বস্তিতে কাত্ ।


অনুভূতিহীন আমরা যেন,  বিবেক টা বরবাদ ।



১৫/০৭/১৬