কাজ কোনো নাই,
তাই খুঁজে যাই,
কোথা আছে কার্ দোষ কত ।


সবার চেয়ে সেরা আমি,
জানে অন্তর্যামী,
কে আছে আর - আমারই মত ।


আড়চোঁখে চাই,
কি খুঁজি  বৃথাই,
কান পাতি  অকারণে দেয়ালে ।


দোষ খোঁজা সারাক্ষণ,
অন্তরে  যেন পণ্,
অন্যের নিন্দায় -খেয়ালে বেখেয়ালে ।


নিজ বায়ু নিজ নাক এ,
আহা যেন নেশা লাগে,
ফুলের সুবাসে যেন সেটা মোহময় ।


অপরে তে ছাড়িলে তা,
কেন বল - মানিব তা,
নাসিকায় লাগে  যেন - অতি বিষময় ।


অপরের নিন্দায়,
দিন যায়,  রাত যায়,
ভাবিনি তো কখনই, আমি কত ভাল ।


আত্মশুদ্ধি ই,
আমাদের মুক্তি,
আঁধারকে তাড়িয়ে, জ্বেলে দাও আলো ।


০৬.০৮.১৬