শফিকের বুকে মাথা রেখে  
খোলা আকাশের নিচে,
দুটো শুকনো রুটি
অথবা শূন্য উদরে,
সারাটি জীবন কাটানোর প্রতিজ্ঞা -সোমার,
ভেঙে চুড়ে আজ চুরমার ।


আাজ শুধু জ্বলজ্বল করে,
সোমার লোভাতুর চোঁখ ।
কানে সদা বাজে তার
পাশের বাড়ীর গৃহিনীর বাহারী
স্বর্ণালঙ্কারের টুংটাং আওয়াজ ।
সবুজ ঘাসে শুয়ে দেখা স্বপ্নেরা,
মুখ লুকোয় লজ্জায় ।


সোমার ইচ্ছেতো ছাড়িয়ে যাওয়া প্রতিবেশীনি কে,
অভিজাত পোশাকে, খাবারে, বিলাসবহুল আসবাবে ।
সোমার অবিরাম উচ্চারিত শব্দদয় -
নেই নেই,  চাই চাই
বজ্রপাত হয়ে মাথায় আঘাত হানে
প্রতিনিয়ত শফিক এর ।


কঠিন  পাথরের মতন,
যেন সোমার নরম হাতটা আজ ।
শফিকের হাতে হাত রেখে কাঁদা
এখন তো মনে হয় মিথ্যে অভিনয় ।
দুচোঁখ বেয়ে ঝরে পরা- চোঁখের জল সোমার ,
আজ মনে হয় অস্ত্র ।


মাঝ নদীতে বৈঠা হারানো মাঝির মতন
শফিকের বুকে  তাই, আজ শুধুই হাহাকার ।


২০০৯ ইং
বগুড়া