প্রতিদিন ভোর হয় -ঠিক্ ঠিক্ ঠিক্,
ঘড়িটাও বেজে যায় - টিক্ টিক টিক ।
পূব আকাশে প্রতিদিন, ঠিক হাসে রবি
পৃথিবীতে প্রতিদিন, ঠিক চলে সবি ।


পাখিরাও ডেকে যায়, বয়ে চলে নদী,
সময়েরা যায় ভেসে, চলে নিরবধি ।
নীরবে গিয়েছ চলে; তুমি একা একা,
লুকিয়ে কোথায় আজ; নেই আর দেখা ।


দক্ষিণা জানালা আছে ; ছোট ঘর সেই,
কবিতার খাতা আছে- শুধু কবি নেই ।
হাতের লাঠিটা ওই, টেবিলের পাশে,
তোমার স্মৃতিকে মনে ;টেনে নিয়ে আসে ।


ভাবি উঠোনের পানে ;আছ বুঝি দাড়িয়ে
কেন অভিমান এত; কোথা গেলে হারিয়ে ।
বিছানা বালিশ সেই; স্মৃতি আঁকা দেয়ালে
তোমাকেই খুঁজে ফিরি ;খেয়ালে বেখেয়ালে ।


সিড়িটার পাশে রাখা -ছোট্ট সে টুল্ এ,
বসে আছ তুমি যেন ;ভাবি আমি ভুলে ।
মনে জমা ব্যথা কত ;কত জমা স্মৃতি,
কেন চলে যায় সবে ;কেন এই রীতি !


স্বপ্ন জমানো ছিল ;কত ওই চোঁখে,
বৈরিতা সমাজের - সব দিবে রুখে ।
সমাজের ভালো কাজে ; সামনেতে দাড়িয়ে
হাসিমুখে হাতখানা ;দিয়েছ যে বাড়িয়ে ।


কথায় কথায় তুমি -কেটে যেতে ছড়া,
গল্পের ঝুলিটাও- সদা ছিল ভরা ।
অমলিন মুখখানা - সদা মুখে হাসি
কত মায়া, কত ছিল ভালবাসাবাসি ।


শত হৃদে হাহাকার, শত চোঁখে জল,
উড়ে গেলে কোন্ আকাশে - কেন করে ছল্ ?
থাকো তুমি যেথা খুশি ; না পেলাম খোঁজ,
ভালো থাকো সেথা তুমি ; ভাল থেকো রোজ ।


নেই তুমি - তবু আছো, শত অন্তরে  
কবিতা বলবে কথা ;যুগ যুগ ধরে ।
সৃষ্টি তোমার যত - কবিতা ও গান
নাটক আর গল্প তে, রবে অম্লান ।


ভালবাসা জমা শত, যাও যত দূরে
মিশে আছো আমাদের - অন্তর জুড়ে ।
কর্মের মাঝে তুমি ; আছো প্রতিদিন ,
কি দিয়ে শুধাবো আজ,  তোমার এই ঋণ ।



১০.০৬.১৭ ইং