এমন যদি হতো,
হিংসা-বিদ্বেষ হানাহানি
সবই মিটে যেতো,
এ দুনিয়ার সকল মানুষ
সুখটি খুঁজে পেতো।

এমন যদি হতো,
উত্তর থেকে দক্ষিণ মেরু
মানুষ অনাহত,
স্বার্থ নেশা না দেখে কেউ
সবে আপন হতো।

এমন যদি হতো,
থাকতো সবে সরল পথে
সবে সবার তরে,
শিরক ছেড়ে পথ ভোলারা
যেতো কাবার ঘরে।

এমন যদি হতো,
দুঃখ-কষ্ট কেউ পেতো না
থাকতো সবে ভালো,
এক আল্লাহর ইবাদতে
ফুট তো নূরী আলো।