জেনে রেখো তোমার কাঁধে
দুই ফেরেস্তা থাকে,
কিরামান ও কাতেবীন সব
কর্ম লেখে হাতে।
পাপ করো আর পূণ্য করো
সবটা রাখে জমা,
পাপের বোঝা ভারী করলে
পাবে না আর ক্ষমা।
পূণ্য থেকে পাপের বোঝা
হলে তোমার ভারী,
জানবে তুমি এই ধরাতল
মিথ্যে দিছো পাড়ি।
রোজ হাসরে বিচার বেলা
আমল হাতে দিবে,
কী করেছো থাকবে লেখা
প্রভু হিসেব নিবে।
তাইতো আমি চলার পথে
সত্য পথে থাকি,
আমার হয়ে সবার কথা
লেখার পাতে মাখি।