আমাকে ত্রাণ দিচ্ছো কেনো?
আমি তো তোমাদের কাছে ত্রাণ চাইতে আসিনি
আমার জীবন মৃত্যুর মুখে বলে
বাঁচার তাগিদেও তোমাদের কাছে আসিনি,
আমি তো এসেছি একট্রাক অস্ত্র চাইতে
রাইফেল, রিভলবার আর মেশিনগান চাইতে,
আমি তো এসেছি তোমাদের থেকে যুদ্ধের ট্রেনিং নিয়ে
ট্র‍্যাংক আর কামান দিয়ে
তাদের হাত-পা গুড়িয়ে দেয়ার শক্তি যুগাতে।
আমি তো তোমাদের কাছে গোলা-বারুদ চাইতে এসেছি।
আমার হাত-পা রশি দিয়ে বেঁধে
আমার সামনেই ওরা আমার মেয়েকে ধর্ষণ করেছে,
আমার স্ত্রীর গায়ে আগুন জ্বেলে তাকে তিলে তিলে পুড়ে মেরেছে,
একজন বাবা হয়ে
ধর্ষিতা মেয়ের আহাজারি শুনেও
কিছু করতে না পারা
কত যে কষ্টের? কতো যে ক্ষোভের?
কতো যে আত্মগ্লানীর? তুমি কি বুঝবে তার?
মৃত্যুর ভয়ে সীমান্ত পেরিয়ে
আমি এখানে পালিয়ে আসিনি,
অস্ত্রের খোঁজে আমি এখানে এসেছি।
তোমাদের কাছে আমি কোনো ত্রাণ চাই না
বাঁচার জন্য ঠাঁইও চাই না
যদি পারো, আমাকে দুহাত ভর্তি অস্ত্র দাও
আমি নিজ হাতে ওদের খুন করব
আমার মেয়েকে ধর্ষণের প্রতিশোধ নেবো
আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নেব।


আমার বৃদ্ধ বাবাকেও ওরা ছেড়ে দেয়নি
বয়সের ভারে নুয়ে পড়া বুড়ো মানুষটাকেও ওরা গুলি করেছে
ছয় মাসের এতটুকুন শিশু বাচ্চাটিকেও
ওরা আমার কোল থেকে কেড়ে নিয়ে খুন করেছে,
আমি কার জন্য বাঁচবো বলো?
কাকে নিয়েই বা আমি বাঁচবো?
ওরা আমার সব কেড়ে নিয়েছে।
আমি আর বাঁচতে চাই না
ওদের সবাইকে খুন করে মরতে চাই।
তোমাদের এ ত্রাণ আমি চাই না
যদি পারো আমাকে অস্ত্র দাও
ওদের সবাইকে মারতে যতটা বুলেট লাগবে,
আমাকে ততগুলো বুলেট দাও
আমি ওদের সবাইকে খুন করে
পিতৃ হন্তার প্রতিশোধ নেব
আমার ছেলেকে হত্যার শাস্তি দেব।
কিংবা ওদের সাথে লড়াই করে
আমার স্ত্রী-কন্যার সাথে গিয়ে মিলিত হবো।
আমাকে ত্রাণ দিচ্ছো কেনো?
আমি তো তোমাদের এ ত্রাণ চাই না
আমি শুধু অস্ত্র চাই
যদি পারো,
এ ত্রাণ ফিরিয়ে নিয়ে আমাকে শুধু অস্ত্র দাও
আমি তোমাদের কাছে অস্ত্র চাইতে এসেছি।


জনৈক রোহিঙ্গার আত্মকথন (কাল্পনিক)
9/14/17 10:33 PM