ঘুম ঘুম ঘুমানি
মাথা জুড়ে ঝিমানি
খোঁজ নেই সান্দ্রার
চোখে ভাব তন্দ্রার।
ভোর থেকে সন্ধেয়
একটানা চেয়ারে,
একটুও নেই নেই
অল্পও শোয়ারে।
ক্লান্তিতে আলসেমি
ঘুম ডাকে আয়রে
হাত পা দেবো টিপে
কুলে আয় বাছারে।
দুই হাতে ধরে বলি
এই মোর মাথাটা
সরা তো হাত তোর
আদুরে মাখাটা।
দয়া করে আমা থেকে
প্লিজ যা না একটু,
যেন পারি সমাধা
মন দিয়ে কাজটু।
যত আমি তারে বলি
শুনে না তো তবু সে,
আদুরে হাত দেয়
আলগোছে একেশে।
আমি করি আবদার
যাও সোনা ঘুমটা,
এসে যেয়ো জলদি
রাত হলে বারোটা।
এতে ঘুম ক্ষেপে যায়
ঝেঁকে ধরে আমারে,
কাবু করে ফেলে সে
ভালোবাসে আদুরে।