মেঘ তুই বৃষ্টি হয়ে নাম
খেলবো লুকুচুরি,
বিনা দাওয়াতে আসিস যদি
কভু আমার বাড়ি।
ঘুরতেও পারিস আকাশে উড়ে
ইচ্ছা যেথা হয়,
হারাবো নাতো তোকে আবার
এটাই শুধু ভয়।
জানি, তুই পারবি না হতে বৃষ্টি
উড়বি না কভু আকাশে,
নেই তো তোর পাখির ডানা
ভাসবি না ভর করে বাতাসে।
হয়তো তুই মেঘের মতোই
বাসিস ভালো ঘুরে বেড়াতে,
ইচ্ছা হলেই মাড়াবি সবুজ ঘাস
গিয়ে বনো হাঁস তাড়াতে।
মেঘ তুই বৃষ্টি হয়ে নাম
খেলবো লুকুচুরি,
পারবি না জানি, তবু উড়ে আয়
আমাদের গ্রামে বাড়ি।