তুমি চলে গেছো ঠিকই
রাগ আর অভিমানে
কিন্তু রয়ে গেছো এই হৃদ মাযারে,
বিরহ কাতর এই আমাতে
তুমি আছো প্রতিক্ষণে
সকাল কিবা দুপুরে।
তুমি যখন ছিলে দূরে
তখনো কাছে ছিলে
কল্পনার স্নিগ্ধঘরে,
তাই তোর মিষ্টিকথা আর
হাসিরা ছড়াতো গুঞ্জন
বুকের বাম পাজরে।
তুমি চলে গেছো অই দূরে
আমায় একা ফেলে
ভাসিয়ে বিরহ ব্যথার সাগরে,
তবু আমি মিস করছি তোমায়
হৃদয়ের তপ্ত ভালোবাসা আর
ভালোলাগার বিভুরে।