তুমিও আর এসো না
আমিও থেকে যাব দূরে
দূর গগনের তারা হয়ে
দূর থেকে দেখে যাব তোরে।
কখনো আর কাছে এসে
বলবো না এসো,
অপেক্ষায় বসে আছি আর
বলবো না ভালোবেসো।
ক্ষণিকের ভালোবাসা
ক্ষণিকের মায়া,
চাই না আমি ক্ষণিকের তরে
তর হাসি কিবা কায়া।
চেয়েছিলাম তোকে আমি
শুধু আমারি তরে
পারবো না বিলাতে তোকে
সবার 'পরে।
বুঝেছি যেদিন তোর কাছে আমি
আমি মূল্যহীনা,
তুই খুব ভাল আছিস
এই আমি বীনা।
সেদিনই ভেবেছি একা
তোকে যেতে দেবো দূরে,
যতদূর পারিস যেতে
আয় ঘুরেফিরে।
আমি তো ভালোবাসতে চাইনি
তুইই বাসিয়েছিলি বোকা,
আমি চাই তুইই খুশি থাক
না হয় থেকে গেলাম আমি একা।


১০/০৩/১৯