তুমি যদি আর ফিরে আসবেনা বলেই ঠিক করেছিলে
অন্তরঙ্গ মুহূর্তগুলোকে কচুবনে ছুড়ে ফেলে দিয়ে গেলে না কেন?
আমি ফণীমনসার কাঁটায় ঝুলিয়ে রাখতাম ভেজা পাঞ্জাবির আস্তিন
নকল দাড়িগোঁফের আড়ালে চেপে দিতাম বয়োব্রণের আদর।


দিনে ক'বার ছুটে গেছি জানিনা কবিপাড়ায় বহুকাল কবিতার প্রেমে পড়ে
বিস্ফোরণস্থল থেকে বহুদূরে আমি ক্ষয়ে যাওয়া কিছু পাথরকে দেখেছি রেললাইনের ধারে
অচেনা এক যুবকের হাত ধরে ঘর থেকে পালিয়ে গেছে বিষ্ণুর প্রেমিকা
ফাটা ঠোঁট চেটে চেটে শুকনো তালুতে জমিয়ে নিচ্ছি আলনা জড়িয়ে থাকা যত শীতপোশাক
জোনাকিপোকা আমায় অভিশাপ দিয়েছিল প্রজাপতিকে আপন করে নিয়েছি ভেবে
কৃত্রিম আলো দিয়ে অমানিশার অন্ধকার কাটিয়ে দেওয়ার দুঃসাহস আমার নেই
উপরোধ গুলো মনে করিয়ে দিই আবার; তুমি স্বর্ণলতা হয়ে লজ্জাবতীকে জড়িয়ে ধরোনা প্লীজ।