যে সময়টুকু তুমি উপহার দিয়েছিলে
নষ্ট করে ফেলেছি আমি
পুতুলখেলা খেলতে খেলতে
উপহাসে আর অবহেলায়;
রঙ্গমঞ্চে সম্রাটের মুখোশের আড়ালে....
পাড়ার ফুটবল মাঠের আদ্রতা
কিংবা ক্রিকেটের শুষ্কতায়


সময়ের সদ্ব্যবহার কবে জানা ছিল আমার,
আর এখনই বা কতটুকু?
অসময়ে তুমি এ কাকে পাঠালে আমার কাছে?
কৈফিয়ত তলব করছে এসেই অনুক্ষণের!


জানইতো, জবাবদিহিতে আমি বেশ কাঁচা।