মিডিয়া সন্ত্রাস গ্রাস করে নিচ্ছে উষ্ণ বায়ুমণ্ডল
মানব আর দানবের পার্থক্য জানা নেই কি কারো?
আরেকটা দীর্ঘশ্বাস, স্বপ্নের অধিকারও কেড়ে নেবে তুমি?
সেই কবে গিলে নিয়েছ বোধগুলো যৌবনের দৌরাত্ম্যে.....
কে না জানে, এসিডে পুড়িয়েছ নিজেই নিজেরই মুখ;
আয়না চুরির অপবাদে আমার আমৃত্যু কারাবাস!
কাঁটাতারে লেগে থাকা মাংস লোফে নেয় ভিনদেশী শকুনের দল
হিমালয়ের পাদদেশে শোঁখে পায় বারুদের গন্ধ ভাড়াটে কৌলেয়ক!
ধিক্কার ধ্বনি ফিরে আসে সহজেই কালচে কাঁচের ঠ্যালায়
মুমূর্ষু মানুষের অন্তিম আকুতি মিলিয়ে দেয় অব শব্দের আদর
বন্দুকের মুখে মেকী স্বীকারোক্তি ভীতু মাকালের ঠোঁট!
বেঁচে থাকবে কারা? সে প্রশ্নের উত্তরেও আমি;
মরে যাবে যারা তাদের পাশেও আমি।