সীলিং ফ্যানের ব্লেডে জমা পড়ে ধুলো
বাতাস আটকে দেয় শব্দের চাকা
জিভে আড়ষ্টতা, চোরের কু'নজরে বর্ণমালা এবার
ঠিকঠাক উচ্চারণের অভাবে কেঁদে বেড়ায় চন্দ্রবিন্দু


বেলন বন্দী অক্সিজেন, অবরুদ্ধ নয় তো প্রবেশদ্বার
পাতায় পাতায় ঘুরে বেড়ায় জীবনের অহংকার
চোয়াল থেকে উপড়ে ফেলতেই হবে বিষদাঁত
মৃত কোষগুলো মেনে নিতে চায়না যে পরাজয়!!


এখনো উদ্ধার হয়নি মনুষ্যত্বের জীবাশ্ম
নিকট ভবিষ্যতেও মনে হয়না হবে বলে....।
বেলা শেষ হতেনা হতেই নামের পূর্বে বসে যায় চন্দ্রবিন্দু।