অপবাদ কিনে নিয়েছে প্রায় স্নিগ্ধ বাতাসের ঠোঁট,
হাতের ভাঁজে লুকিয়ে আছে কালি ভর্তি দোয়াত।
যেকোন সময় ঝাঁপিয়ে পড়তে পারে দস্যুর দল,
সাবধান সফেদ কুর্তা পাজামা পরা মসৃণ পথিক।
মুহূর্তের মধ্যেই গ্রাস করে নেবে অলিগলি অকাল বন্যার জল
পচা কেঁচো আর ইদুরের দুর্গন্ধে থেমে যাবে শিরাধমনীর রক্ত!


অন্যায়কে অন্যায় বলার সৎসাহস জুগিয়েছেন যিনি
তিনি কি আজ মৃত,
নাকি সময়ের ভারে বোবা হতে হতে নিশ্চল শব্দহীন?
প্রতিদিন নীরবে মিলিয়ে যাচ্ছে বেঁচে থাকার মন্ত্র..
ঘুম ভাঙবে বুঝি অসময়ে! হিসেব পাল্টে যাওয়ার পর?