রাতভর মুঠোফোনের স্পর্শ পর্দায় জেগে থাকে আলো
মাতাল আঙুল; পুতুল নাচায় বিবেকী তাড়না
শব্দহীন কথার দল ছুটে যায় মুহূর্তে দিগন্ত পেরিয়ে
অস্তিত্বহীন প্রেমিকার ঠোঁট নড়ে, হাসি ফুটে, প্রশ্ন জাগে...
জিজ্ঞাসারা ফিরে আসে, আমি মিথ্যে নই।ভয় পাইনা
গালের আদরে মুখোশ ছুঁয়ে ফেলি,শরীর শিউরে ওঠে।
অস্থিরতা প্রাণ পায়, হৃদয় কাঁপে, বিছানা নীরবে শুয়ে থাকে
ধীরেধীরে আমার থেকে আমি হারিয়ে যাই,
ক্লান্ত ঘুম বারবার ডাকে, দু-চোখ স্বাগত জানায়...


তারপর যখন ক্রমে পাখিরা আনন্দ মিছিল নিয়ে এগোয়,
আমি চোখ মেলে চেয়ে দেখি বারান্দায় রোদ হাসে,
লালনীল প্রজাপতি গোলাপে বসে কার যেন অপেক্ষা করে...
জানিনা, কখন থেকে? আর কতক্ষণ? নাকি এ পথ চাওয়া অন্তহীন?