ভাঙা ভাঙা শব্দেরা ভেসে আসে কানে
আয়নোস্ফিয়ারে দূষিত রক্তের বসবাস!
হঠাৎ এত অপ্রস্তুত কেন চারপাশ ?
সময় বুঝেনা অচল ঘড়ির পেন্ডুলাম,
টেবিলে বেজে যাচ্ছে মুঠোফোন....
জানিনা ওপাশে কে? চেনা কি অচেনা!


আত্মীয়েরা ভিড় করছে বিয়েবাড়ি
ভালবাসাহীন নিয়ন খেলছে জোনাকি।
রঞ্জনরশ্মি কবে ধরতে পেরেছে হৃদযন্ত্রের ক্ষত?
বিবেকী সংশোধনাগারে পাঠিয়ে দিয়েছি আবেগ
শীতল উষ্ণতায় ক্রমে বরফ হয়ে উঠুক পাথর...


হৃদয়ের শূন্যতা আরো গভীর হোক এটাই কি তুমি চাও?