শেষমেশ মলিনতা এভারেস্ট জয়ের শেষ ধাপে;
বরাকের বাঁকে বাঁকে তাই এলোমেলো উচ্ছ্বাস
অহমিকায় মাঝপথ ধরে হাঁটে আবর্জনা
কিরীটের ইঙ্গিতে সাফাই কর্মীরা নিশ্চল।
বোরখার কালো-ই কামুকের কাঁদুনে,
গণিকার কুনজরে সাদাকালো দাড়িমূল!
উপেক্ষিত ভাঙা ভাঙা হিন্দির প্রাণ ভিক্ষা
আমৃত্যু ফাঁসিকাঠে ঝুলেছে সেদিন কুটিল মস্তিষ্ক।
আশারামের পুরুষাঙ্গে কুমারীত্বের অপমৃত্যু,
প্রমাণের অভাবে বেকসুর খালাস অগ্নিকুণ্ড!
সেদিন রক্তের রং মুছে দিয়েছে
দুঃসময়ের লাল কার্পেট।
নষ্ট আত্মার প্রভাবে ধূসর চারপাশ
কানুনের কারবারিরা হিমায়িত হিমঘরে....
গৈবি রিপুর করাঘাত ভারহীন রণমুখো তলোয়ারে,
সস্তা ময়দার জিলিপি আগলেছে নিজেকে নিজেই শুধু!
কারো কাছে ভীতু তো কারো কাছে কাপুরুষ।


এভাবে আর কতকাল?অকালের ঘুম ঝেড়ে ফেলি চলো,
প্রয়োজনে নিয়ম ভাঙি, প্রয়োজনে নতুন গড়ি,যদি না-ই হয়
এসো, আজ-ই নাহয় স্বাগত জানাই চিরঘুমের আহ্বান।