সেদিনের দূর থেকে ভেসে আসা কান্নাধ্বনি;
সমুদ্র গর্জে এসে নিয়ে গিয়েছিল বুঝি
তোমার আমার পাশাপাশি পদচিহ্ন?
যেখানে আঁকা ছিল
অনাবিল ভালবাসার যাবতীয় অঙ্গীকার।


গেল ক'দিন তুষার জমছে পাথরের বুকে
উষ্ণতা তুমি ভালবাসা দাও
অস্তিত্ব হারাক যতসব কঠিন দেয়াল।
যেখানে আকাশ লিখেছে সম্পর্ক
মেঘহীন রোদের অন্তরঙ্গ মেলামেশা।


আজ হেমন্তের দুপুরে ঝাঁজালো রোদ
ঢেকে দিয়েছ তুমি বরফের চাদরে।
জানি দৃষ্টিশক্তি একটুও পাল্টায়নি
যেমনটা ছিল আগেও ঠিক তেমনি আছে।


তুমি এলে আবার হঠাৎ
মোলায়েম পদশব্দহীন চতুর্দশীর আদরে
আমার আবেগি উষ্ণতার পারদ
গগনচুম্বী ছিলনা তখন,
সে আমি আমিই ছিলাম, তুমিও হয়ত তাই।


কেন তবে মনে হল হৈমন্তি,
আজ অপরূপা তুমি?


বিঃদ্রঃ ★ আজ একটু অন্যরকম, ভালবাসার কবিতা। হঠাৎ মনে হলো একবার হৃদয়ের ডাকে সাড়া দিয়েই দেখি, তাই সটান চলে গেলাম,শুনলাম এবং শেষমেশ আপনাদের দরবারে তুলে দিলাম।