ভালোবাসার চোরাস্রোত
অনুপ্রবেশে টালমাটাল হৃদয়
আর কিছু উন্মুক্ত চোখের স্বাদ
বাধ ভাঙে যৌবন


শ্রুতিমধুর শব্দের হাতছানি
ঢেকে দেয় নয়ন যুগল অদৃশ্য আবরণ!


মরূদ্যানে তৃষা মেটাবার আয়োজন কই?
শুধু গলা ভেজানোই অমৃত সমান....


শরীরী ক্ষুধা মেটাবার কূটকৌশল
আধুনিকতার গাঢ় প্রলেপ
প্রায়শই দৃষ্টি হারায় কিছু সুস্থ বিবেক!


অসুস্থ প্রেমের অনিবার্য অতিথি
নড়ে ওঠে ডাষ্টবিন,
ভেজা কণ্ঠের ক্ষুধার্ত আর্তনাদ....
শুরু হয় দৌড়ঝাঁপ, ছুটে যায়
অন্তহীন শব্দের ঝাঁক
কুমারী মায়ের মায়াকান্না
আরো গভীর অন্ধকারে তলিয়ে যায় পিতৃ পরিচয়!!
সত্যি উত্তর আধুনিক এ পৃথিবী
ডি এন এ টেষ্ট করে দেয় আখেরি ফয়সালা।